গাজীপুর কবি-সাহিত্যিক ফোরামের আলোচনা ও আবৃত্তি – Daily Gazipur Online

গাজীপুর কবি-সাহিত্যিক ফোরামের আলোচনা ও আবৃত্তি – Daily Gazipur Online

গাজীপুর প্রতিনিধি : বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম ও জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্মরণীতে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান। গাজীপুর জেলা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে সংগঠনের সভাপতি কবি আবু নাসির খান তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গীতি কবি পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি এম আর মঞ্জু, পাক্ষিক সুনজর’র সম্পাদক ও প্রকাশক মোঃ হুমায়ুন কবির, বিশিষ্টকবি ও সাহিত্যিক আবুল বাশার,কবি কায়েস,এড. লায়ন খোকন চন্দ্র দাস, গাজীপুর পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, কবি সৈয়দা নাজমা বেগম ও ডা. আফসার আলী প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস জোবেদা খাতুন, দৈনিক কন্ঠবাণী’র সম্পাদক ও প্রকাশক মোঃ জানে এ আলম, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন, ডেইলী মর্নিংগ্লোরী’র গাজীপুর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম জিতু ও দৈনিক বাংলা’র গাজীপুর প্রতিনিধি মোঃ কামাল হোসেন বাবুল সহ সাংবাদিক শাহনাজ ও রুবি আক্তার। আলোচনা পর্বের পর অনুষ্ঠানে কবিতা পাঠের আসর জমে উঠে।

Print Friendly, PDF & Email

Explore More Districts