গাজীপুরে সংসদীয় আসন বৃদ্ধি হওয়ার জামায়াতে ইসলামীর সন্তোষ প্রকাশ – Daily Gazipur Online

গাজীপুরে সংসদীয় আসন বৃদ্ধি হওয়ার জামায়াতে ইসলামীর সন্তোষ প্রকাশ – Daily Gazipur Online

গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুরে নতুন ষষ্ঠ সংসদীয় আসন বৃদ্ধি, নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবে গাজীপুরের আসন সংখ্যা পাঁচ থেকে ছয়টিতে উন্নীত হওয়ায সময়ের দাবি হিসেবে স্বাগত জানিয়েছে গাজীপুর জেলা জামায়াতে ইসলাম।
বুধবার বিকেলে গাজীপুর মহানগর জামাত কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মহানগর জামাতও আনুষ্ঠানিকভাবে শুকরিয়া আদায় করে। মহানগর জামাতের আমির অধ্যাপক জামাল উদ্দিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “টঙ্গী, গাছা ও পুবাইল নিয়ে নতুন আসন সৃষ্টি হওয়া গাজীপুরবাসীর দীর্ঘদিনের ন্যায্য চাহিদার প্রতিফলন। জনসংখ্যার চাপ, ভৌগোলিক বাস্তবতা ও নাগরিক প্রয়োজনের কারণে এটি আরও আগেই হওয়া উচিত ছিল। এই সিদ্ধান্ত জনগণের প্রতিনিধিত্ব, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, উন্নয়নের গতি এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।
এ-সময় উপস্থিত ছিলেন মহানগর জামাতের নায়েবে আমির মোঃ হোসেন আলী, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন ও আজহারুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা আমির এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহ উদ্দিন আইউবী, অফিস সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মামুন, মহানগর গণপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলাম, বাসন থানা সাবেক আমির মোঃ রফিকুল ইসলাম, সদর মেট্রো কর্ম পরিষদ সদস্য শরিফুল ইসলাম এনামুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া গাজীপুর জেলা জামাতের আমির ড. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর দেশের সবচেয়ে জনবহুল এলাকা। এখানে ১ টি আসন বৃদ্ধির ফলে গাজীপুরের মানুষ উপকৃত হবে। আমরা আসন বৃদ্ধিতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আশা করি আগামীতে কমিশন সততা ও আন্তরিকতা দিয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।
প্রস্তাবিত আসন বিন্যাসঃ
গাজীপুর-১ কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের ১–১২ নম্বর ওয়ার্ড
গাজীপুর-২ গাজীপুর সিটির ১৩–৩৩ নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ।
গাজীপুর-৩ শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস।
গাজীপুর-৪ কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়ন।
গাজীপুর-৫ কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভার ও সাতটি ইউনিয়ন।
গাজীপুর-৬ (নতুন আসন) গাজীপুর সিটির ৩৪–৫৭ নম্বর ওয়ার্ড।

Print Friendly, PDF & Email

Explore More Districts