গাজীপুরে মৃত সন্তান প্রসব হওয়ায় জানালা দিয়ে ফেলে দিল পরিবার – Daily Gazipur Online

গাজীপুরে মৃত সন্তান প্রসব হওয়ায় জানালা দিয়ে ফেলে দিল পরিবার – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে মৃত সন্তান প্রসব হওয়ায় চারতলা থেকে জানালা দিয়ে নবজাতক কন্যা শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড আউচপাড়া কলেজগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মৃত নবজাতক কন্যা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এই ঘটনায় মৃত শিশুটির মা রিভা আক্তারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার ভোরে মৃত কন্যা সন্তান প্রসব করেন রিভা আক্তার (২৮) নামে এক নারী। পরে তার ৪র্থ তলার বাসার রান্নাঘরের জানালা দিয়ে মৃত শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মৃত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মৃত কন্যা শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়।
এ বিযয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, এই ঘটনায় মৃত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts