গাজীপুরে ভূয়া ডাক্তারকে গ্রেফতার  – Daily Gazipur Online

গাজীপুরে ভূয়া ডাক্তারকে গ্রেফতার  – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক  : গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী এলাকা হতে ০১ জন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গত ১৭ ফেব্রুয়ারি র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজারস্থ “রাইছা ফার্মেসী” নামীয় ঔষধের দোকানে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ডাক্তার পরিচয়ে ডাক্তারী প্যাড তৈরী করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ভূয়া ডাক্তার মো. রায়হান কামাল (৩৮), পিতা- মৃত আব্দুল মোতালেব, মাতা- আলফাতুন নেছা, সাং- চর জাঙ্গালিয়া, (দরবেশ আলী মিস্ত্রির বাড়ি), থানা- ভোলা সদর, জেলা- ভোলা, এ/পি- দাহিন্দী, ভূঁইয়া বাড়ি, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ভূয়া ডাক্তারী কাজে ব্যবহৃত ০২ টি থার্মোমিটার, ০১ টি Blood Glucose Meter, ০১ টি স্টেথোস্কোপ, ০১ টি Medical Percussion Hammer, ০২ টি Surgical Scissor, ০১ টি Forceps, ০১ টি Sphygmomanometer (রক্তচাপ মাপার যন্ত্র), ০১ টি প্যাড, ০২ টি সীল, ০১ টি এনআইডি কার্ড, ০২ টি মোবাইল ফোন এবং ০৩ টি সীম কার্ড উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ভূয়া ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট হতে ডাক্তারী ভিজিট বাবদ প্রতারনামূলকভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

The post গাজীপুরে ভূয়া ডাক্তারকে গ্রেফতার  appeared first on Daily Gazipur Online.

Explore More Districts