গাজীপুর মহানগর প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগর শাখা আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি সহঃ অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল হোসেন মোল্লা।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার আমির অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “বলুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি পরস্পর সমান?” তিনি বলেন, সারা বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া উঠেছে, এদেশের মানুষ ফ্যাসিবাদ, চাঁন্দাবাজ, দান্দাবাজ, টেন্ডারবাজ,ঘুষ খোর সুধ খোর থেকে মুক্তি চায়। আর মুক্তির হাওয়া সর্বস্তরের জনগণের কাছে আপনাদেরকে পৌঁছিয়ে দিতে হবে। আমরা যেখানে অবস্থান করবো, সেখানেই আমরা সু- শিক্ষার হাওয়া বয়ে দিব। নৈতিকতা বিবর্জিত শিক্ষাব্যস্থার পরিবর্তন আমাদের আনতে হবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, এই শিক্ষক দিবস ১৯৯৪ সালের ৫ই অক্টোবর থেকে পালন করা হয়। আজকের এই শিক্ষক দিবসে আমাদের প্রধান লক্ষ্য হবে আমরা প্রতিটি নাগরিকের কাছে নৈতিক শিক্ষার প্রচলন করা। বিশ্বের প্রায় ১০৫ টি দেশে ০৫ই অক্টোবর শিক্ষক দিবস পালন করা হয় । এই শিক্ষাকে যুগোপযোগী, কর্মমুখী ও কারিগরি শিক্ষায় রুপান্তর করতে হবে। আজ শিক্ষকদের মর্যাদা নাই।আজ আমাদের দাবি দাওয়া আন্দোলনের মাধ্যমে আদায় করতে হয়। আগামীতে এমন সরকার গঠন করতে হবে, যে আমাদের দুঃখ কষ্ট বুঝতে পারবে। আমাদের দাবী দাওয়া আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে না। বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আনিত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। লাঞ্ছিত, বঞ্চিত, শিক্ষক সমাজকে আলোকিত করতে হলে, আগামীতে ন্যায় ইনসাফের সরকারকে ক্ষমতার মসনদে আসীন করতে হবে। আমরা মানবিক দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা এমন শিক্ষা ব্যবস্থা প্রনয়ণ করতে চাই যেখানে বৈষম্য থাকবে না।
তিনি আরও বলেন, আমরা শুধু শিক্ষক। আমাদের হাতে তৈরি হয় ডাক্তার, ইন্জিনিয়ার, সৈনিক, রাজনীতিবীদ অথচ আমরা কি পেলাম? আগামী নির্বাচনে আপনারা ন্যায় সংগত দায়িত্ব পালন করে, একটি সুন্দর সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাই।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মোঃ আবুল কাশেম, সভাপতি ইবতেদায়ী আদর্শ শিক্ষক ফেডারেশন, শাহাদাৎ হোসেন আলী, সভাপতি প্রাথমিক আদর্শ শিক্ষক ফেডারেশন, আব্দুলমতিন,সভাপতি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল আদর্শ শিক্ষক ফেডারেশন, শামসুজ্জামান সিকদার, সভাপতি কারিগরী আদর্শ শিক্ষক ফেডারেশন, সহঃ অধ্যাপক আনোয়ার হোসেন, সেক্রেটারি কলেজ আদর্শ শিক্ষক ফেডারেশন, প্রফেসর মোজাম্মেল হক,সভাপতি গাজীপুর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন, মাওঃ আব্দুল কাদির, সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন, প্রফেসর মোঃ রকিবুর রহমান, সভাপতি বিশ্ববিদ্যালয় আদর্শ শিক্ষক ফেডারেশন, অধ্যাপক কামরুজ্জামান মামুন সহ-সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগর শাখা, মাওলানা সাখাওয়াত হোসেন অর্থ ও শিক্ষা সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর, মাওলানা মাসউদুর রহমান, প্রিন্সিপাল মদিনাতুল উলুম, মাওলানা মোবারক হোসেন, প্রিন্সিপাল চান্দুরা ফাজিল মাদ্রাসা, মাওলানা মোঃ লোকমান হোসেন, প্রিন্সিপাল সালনা কামিল মাদ্রাসা, মাওলানা মোঃ মিজানুর রহমান ভাইস প্রিন্সিপাল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, মোঃ আজহার হোসেন মোল্লা, সহঃ সেক্রেটারি গাজীপুর মহানগর, মোঃ খায়রুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গাজীপুর ৫- আসন, মোহাম্মদ হোসেন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গাজীপুর ২- আসন, আ.স.ম. ফারুক হোসাইন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।
আলোচনা সভায় গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৬০০+শিক্ষক অংশ গ্রহণ করেন। তন্মধ্যে ১৩ জন হিন্দু, ২জন খৃষ্টান, ২জন চাকমা। পরিশেষে সবাই আগামীর সুন্দর দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকবো।
