নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরে উত্তরা ডক্টরস্ এসোসিয়েশন ও গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ এবং সাবেক গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সারের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডস্থ কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
সাবেক গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ।
উদ্বোধনী বক্তব্য ডা. নাজিম উদ্দিন আহমেদ বলেন,এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নীলের পাড়ায় আফজাল হোসেন কায়সারের প্রদ্ত্ত দুই বিঘা জমিতে একটি মেডিকেল প্রতিষ্ঠা করা হবে।
এসময় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ রঞ্জিত কর্মকার,বর্তমান অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিয়া,সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চিকিৎসা সেবা প্রদান করেন,অধ্যাপক ডা. এ কে মোশ্তাক,ডা. মনোয়ারা,ডাক্তার কামাল হোসেন,ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, ডা.শায়লা,শামীম, ইমন,ইউনুস, নারগিছ। এ ছাড়া উত্তরা ডক্টরস্ এসোসিয়েশন ও গণস্বাস্থ্য কেন্দ্রের সদস্যবৃন্দ ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দুই শতাধিক সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।