গাজীপুরে বিদেশি মদসহ ২ জন গ্রেফতার – Daily Gazipur Online

গাজীপুরে বিদেশি মদসহ ২ জন গ্রেফতার – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল ভারতীয় মদসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। ভ্যানের চালক ইমরান ও হেলপার আরিফ হোসেন বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার শ্রীপুরের জৈনা ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাহিন্দ্রা বলেরো কাভার্ডভ্যান জব্ধ করা হয়।
বিকালে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম জানান, নেত্রকোণার কলমাকান্দা হতে আসা ওই কভার্ডভ্যানটি জৈনা এলাকার ফুটওভার ব্রিজের নিচে থামানো হয়। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি প্লাস্টিকের বস্তায় ১৬০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের পরিমান ৬৬ লিটার; যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
ভ্যানের চালক ইমরান সিরাজগঞ্জের চৌহালি থানার বোয়ালকান্দি এলাকার আমির হামজার ছেলে এবং হেলপার আরিফ হোসেন বাপ্পী নেত্রকোণা সদর এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

Print Friendly, PDF & Email

Explore More Districts