গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস ৩ সাংবাদিক – Daily Gazipur Online

গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস ৩ সাংবাদিক – Daily Gazipur Online

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তিন সাংবাদিক বেকসুর খালাস পেয়েছেন । বুধবার ( ৫ই মার্চ ) শুনানি শেষে এ রায় ঘোষণা করেন গাজীপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালত । বেকসুর খালাস পাওয়া সাংবাদিকেরা হলেন অনলাইন সংবাদমাধ্যম দুর্নীতি রিপোর্ট ২৪ ডট কমের সম্পাদক এলিয় সরকার ও প্রকাশক আমিনুল ইসলাম শাহিন এবং গাজীপুর প্রতিনিধি হান্নান মোল্লা । বিষয়টি নিশ্চিত করেছেন মামলা থেকে বেকসুর খালাস পাওয়া দুর্নীতি রিপোর্ট ২৪ ডট কমের সম্পাদক এলিয় সরকার । তিনি বলেন, গত ২০২০ সালের ১৮ই মে দুর্নীতির রিপোর্ট ২৪ ডট কমে “গাজীপুর ৩ আসনের এমপি সবুজের ত্রাণের নামে চাঁদাবাজি অভিযোগ, স্ত্রী ঝুমার অবৈধ সম্পদের পাহাড়” শিরোনামে সংবাদ প্রচার হয়, অতঃপর ১৯ মে ২০২০ইং এমপি সবুজ নিজের অপরাধ আড়াল করার জন্য আমাদের নামে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের শ্রীপুর থানায় মামলা করে, যার মামলা নং ৪৫/২০২০ । উক্ত মামলায় ৯মাস ৩দিন জেল খেটেছেন বলেও জানান সম্পাদক এলিয় সরকার । পরে মহামান্য হাইকোর্টের মাধ্যমে তিনি জামিন পান । গাজীপুর ৩ আসনের দুর্নীতিবাজ এমপি ইকবাল হোসেন সবুজ এবং তারই পালিত সন্ত্রাসী হুমায়ুন কবির হিমু শ্রীপুর থানার তৎকালীন দায়িত্ব প্রাপ্ত ওসি মোহাম্মদ লিয়াকত আলী যোগসাজশে কোন প্রকার তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করে । সম্পাদক এলিয়ে সরকার আরও বলেন, একজন সংবাদ কর্মীর সবচেয়ে বড় হাতিয়ার হল তার আত্মবিশ্বাস এবং সত্যের উপর অনঢ় থাকা, সংবাদ কর্মীদের একত্রিত হয়ে সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সত্যের কলম সব সময় অবিচল রাখা । রায়ে সন্তোষ প্রকাশ করে ৩ সাংবাদিক বলেন, এই রায়ের মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছেন ।

Print Friendly, PDF & Email

Explore More Districts