গাজীপুরে ডাকাতির সময় সিএনজিচালককে কুপিয়ে খুন, নিহত ডাকাত – Daily Gazipur Online

গাজীপুরে ডাকাতির সময় সিএনজিচালককে কুপিয়ে খুন, নিহত ডাকাত – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরের সড়কে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এই ঘটনার সময় এক সিএনজি অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা।এছাড়া নিহত হয়েছে এক ডাকাতও।
বৃহস্পতিবার (১৯ জুন) দিনগত রাত পৌনে ২টার দিকে উপজেলার সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার সিএনজিচালকের নাম মো. আবুল কালাম (৩০), আর অভিযুক্ত ডাকাতের নাম আরিফ হোসেন (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ১০ থেকে ১২ জনের একদল ডাকাত সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় তাদের কাছে দেশীয় ধারালো অস্ত্র ছিল। ডাকাতির সময় কালামের সিএনজি অটোরিকশার ধাক্কায় ডাকাত সদস্য আরিফ সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তখন ক্ষুব্ধ হয়ে ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় চার ডাকাত সদস্যকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, সাতখামাইর এলাকায় সড়কে গাড়ি থামিয়ে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ডাকাতি করছিল। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের কোপে এক সিএনজিচালক এবং গাড়ি চাপায় এক ডাকাত সদস্য মারা যান। ঘটনার পর চার ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email

Explore More Districts