গাজীপুরে জাল টাকাসহ গ্রেপ্তার – Daily Gazipur Online

গাজীপুরে জাল টাকাসহ গ্রেপ্তার – Daily Gazipur Online

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের গাছা এলাকা থেকে জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শিবলু(৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার মমিন মিয়ার ছেলে রাকিবুল হাসান(২৭)।
এ সময় তাদের কাছ থেকে চার লাখ বিরানব্বই হাজার টাকার মূল্যমানের জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে এই মামলায় আসামী করে মোট চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সোমবার বিকেলে তিনটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাতে উত্তর খাইলকুর এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার একটি কক্ষে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ।পরে ওই ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।জাল নোটসহ গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়,আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজারে জাল নোট গুলো ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিলো তাদের। এক লক্ষ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বেচাকেনা করতেন তাঁরা। একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা রয়েছে। আজ তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।আজ আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুর ,গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান প্রমূখ।

Print Friendly, PDF & Email

Explore More Districts