গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত – Daily Gazipur Online

গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত – Daily Gazipur Online

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর সালনায় নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঘটনার পর থেকে দেশের উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, বেলা আড়াইটার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ কারণে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বেলা আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই এলাকায় সিঙ্গেল রেললাইন থাকায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts