গাজীপুরে চাঁদার দাবিতে বাড়ি ঘরে হামলা ভাংচুরের অভিযোগ – Daily Gazipur Online

গাজীপুরে চাঁদার দাবিতে বাড়ি ঘরে হামলা ভাংচুরের অভিযোগ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির কারণে একটি পরিবার ১৭ দিন ধরে বাড়ি ছাড়া রয়েছে বলে ভভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কাপাসিয়া টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের আব্দুল হেকিমের ছেলে শাজাহান সাজু ও তার পরিবার।
সাংবাদিক সম্মেলনে শাহজাহান সাজু ও তার স্ত্রী অভিযোগ করেন, তিনি একটি বাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় কৃষকদল নেতা সিদ্দিকুর রহমান মূসা, জনৈক তারেক, খাইরুল ইসলাম আপন, সুমন মিয়া ও রেজাউলের নেতৃত্বে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। দাবিকৃত টাকার মধ্যে ৫লাখ টাকা গত ১৭ নভেম্বর সুমনের নিকট দেওয়া হয়। কিন্তু তারা আরো ৫ লাখ টাকা না দেওয়ায় বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে প্রাণনাশের হুমকি দেয়। এতে গত ১৭ দিন ধরে বাড়ি ছেড়ে গাজীপুর শহরে এসে বসবাস করছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী ও আদালতে মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী শাহজাহান সাজু তার পরিবারের নিরাপত্তার দাবি জানান।সংবাদ সম্মেলনে সাজু আরো জানান, তাদের বাসার সামনে মাদক ব্যাবসা ও মাদকের আসরের বিভিন্ন সিসি টিভি ফুটেজ পুলিশকে দেওয়ার কারণে তারা ক্ষীপ্ত হয়ে এইসব ঘটনা ঘটায়।এ বিষয়ে কৃষক দল নেতা সিদ্দিকুর রহমান মূসা বলেন, আওয়ামীলীগের শাসনামলে শাহজাহান সাজু স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীকে নির্যাতন ও অন্যের জমি দখল করেছে। সাজুর ভাই রফিকের কাছে তিনি টাকা পাওনা আছেন। মূসার সাথে তার কোন বিরোধ নেই। অভিযুক্ত তারেক জানান, সাজুর সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এছাড়া ২০১৭ সালে সাজুর নামে একটি চাঁদাবাজি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে শাহজাহান সাজুর আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে তিনি দাবি করেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts