গাজীপুরে কারখানার পানি পানে দুই শতাধিক শ্রমিক অসুস্থ – Daily Gazipur Online

গাজীপুরে কারখানার পানি পানে দুই শতাধিক শ্রমিক অসুস্থ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের বাসন নাওজোর এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসিএল) নামে একটি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে দিয়েছে।
কারাখানা সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে আইসিসিএল পোশাক কারখানার শ্রমিকেরা প্রতিদিনের ন্যায় সকালের নাস্তা শেষে কারখানার ট্যাংকি থেকে পানি পান করেন। এর কিছু সময় পর থেকে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন। একপর্যায়ে প্রায় ২০০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পানি পান করে দুই শতাধিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা ছড়িয়ে পড়লে ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
বাসন থানার ওসি শাহিন খান বলেন, ‘অসুস্থদের মধ্যে প্রায় ৫০ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে কারখানা বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Print Friendly, PDF & Email

Explore More Districts