গাজীপুরে আইনশৃঙ্খলার অবনতি, দুই থানার ওসি বদলি – Daily Gazipur Online

গাজীপুরে আইনশৃঙ্খলার অবনতি, দুই থানার ওসি বদলি – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধপ্রবণতার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (৩১ আগস্ট) রাতে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উভয় কর্মকর্তার বদলি হয়েছে।’
গাজীপুর জেলার মধ্যে সবসময় আলোচনায় থাকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা। ছিনতাই, মাদক, খুনসহ নানা অপরাধে এই দুই থানা এলাকা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। রাজধানীর প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ এই এলাকায় শিল্পাঞ্চল, বাণিজ্যকেন্দ্র ও ঘনবসতির কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সবসময় সক্রিয় থাকতে হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টঙ্গী স্টেশন রোড ও উড়ালসড়ক এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটছে। এসব এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানো হলেও অপরাধ দমন সম্ভব হয়নি। বিশেষ করে গত ৫ আগস্টের পর এসব এলাকায় অপরাধপ্রবণতা আরও বেড়েছে।
এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, টঙ্গীর বিভিন্ন বস্তিগুলো মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে এবং এসব মাদক ব্যবসাকে কেন্দ্র করেই বেশিরভাগ অপরাধ সংঘটিত হচ্ছে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা ছিল নিস্ক্রিয়।
এছাড়াও পুলিশ সদর দপ্তরের একটি তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে। এসব ঘটনা প্রকাশ্যে আসার পরপরই পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ওসিকে একযোগে বদলি করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts