গাজীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার – Daily Gazipur Online

গাজীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার – Daily Gazipur Online

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রোববার রাতে ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক, কাটার, লোহার পাইপ, ছুরি, চাপাতি এবং রশি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আজ সোমবার গাজীপুর আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিরাজগঞ্জ জেলার সদর থানার মহিষ মারা পাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩৫), টাঙ্গাইলের কালিহাতী থানা তেজপুর গুদারাঘাট এলাকার সাদেকুল ইসলাম (৪৫), সিরাজগঞ্জ সদর থানার রঘুনাথপুর গ্রামের সবুজ শেখ (২৮), সিরাগঞ্জের কাজিপুর থানার আলমপুর গ্রামের সুলতান (২৮), মুন্সিগঞ্জের লৌহজং থানার কুরিগাঁ গ্রামের আপন (২৫) ও গাজীপুর মহানগরীর চানপাড়া ভাঙ্গা ব্রিজ এলাকার রাকিবুল ইসলাম ইমন (১৮)।
কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, রোববার রাত দেড়টার দিকে কোনাবাড়ি মেঘের ছায়া রিসোর্টের সামনে কতিপয় সংঘবদ্ধ ডাকাত ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিনিচ্ছে এমন খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ট্রাক, কাটার, লোহার পাইপ, ছুরি, চাপাতি এবং রশি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মামলা হয়েছে। আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts