গাজীপুরের পূবাইলে ১২৪ কেজি গাঁজাসহ আটক-৩ – Daily Gazipur Online

গাজীপুরের পূবাইলে ১২৪ কেজি গাঁজাসহ আটক-৩ – Daily Gazipur Online

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে ১২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার রাতে পূবাইল থানাধীন ঢাকা-বাইপাস সড়কে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ট্রাক থেকে ১২৪ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হলেন— নড়াইল জেলার কালিয়া থানার সুমেরখোলা গ্রামের মৃত মো. আ. মজিদের ছেলে মো. সোহাগ শেখ (৩৯), একই থানার নগগ্রাম গ্রামের মো. মিজানুর বিশ্বাসের ছেলে মো. আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১), এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখোলা গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০)।
র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, “দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে তারা পাইকারি হারে ঢাকাসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

Explore More Districts