গাজীপুরের পূবাইলে দিনে দুপুরে ছিনতাই জনমনে আতঙ্ক – Daily Gazipur Online

গাজীপুরের পূবাইলে দিনে দুপুরে ছিনতাই জনমনে আতঙ্ক – Daily Gazipur Online

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ড ভাদুন এলাকায় প্রকাশ্য দিনে দুপুরে ০৩ তরুণীর কাছ থেকে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে ডেমর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভিকটিম তমা রানী সরকার জানান, নিজ বাড়ি ডেমর পাড়া থেকে ভাদুন এলাকার ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আরও ০২জন তরুণীসহ ০১টি অটোরিকশায় রওনা হন। কিছুদূর যাওয়ার পর ০১টি মোটরসাইকেলে থাকা ০৩ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ০২ জন ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের ব্যাগ, ০৩ টি স্মার্টফোন ও সঙ্গে থাকা ০৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
দিনে দুপুরে এমন ঘটনায় পূবাইল থানা এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts