ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের গ্রামীণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ককটেল নিক্ষেপ ও টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে সাইনবোর্ড। সোমবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়াও পাশে কনস্ট্রাকশন কাজ চলমান স্থানেও ককটেল নিক্ষেপ করেছে ৷অপরদিকে টঙ্গীতে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সূত্রে জানা যায়, কালিয়াকৈরে উপজেলার হরতকিতলা এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এ ভোরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওই সময় গেটে কোন লোক ছিলো না। লোকজন শব্দ শুনে বাহিরে এসে আগুন দেখতে পায়৷পরে নিরাপত্তাকর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণ করে। এরপর পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন৷ এছাড়াও পাশে একই প্রতিষ্ঠানের কনস্ট্রাকশনের কাজ চলমান থাকা স্থানে আরও একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়৷
গ্রামীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তাকর্মী সিরাজুল ইসলাম বলেন, ভোর ৫ টার দিকে দুর্বৃত্তরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গাজীপুরের কালিয়াকৈরের হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটে ককটেল নিক্ষেপ করে। এ সময় সাইন বোর্ডে আগুন ধরে গেলে তা নিভিয়ে ফেলা হয়। আগুনে সাইনবোর্ডটি পুড়ে গেছে। আমরা ভেতরে ছিলাম,শব্দ শুনে এসে দেখি আগুন ধরে যায়।
এছাড়াও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই এলাকায় গভীর রাতে মাটি কাটার একটি ভ্যেকুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নানকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এছাড়াও ঘটনাস্থলে থাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কথা বলতে রাজি হয়নি।
টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ
অপরদিকে গাজীপুরের টঙ্গীতে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত পৌঁনে ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্টেশন রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় হঠাৎ বিকট শব্দে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সেতুর ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিরত ছিলেন পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ সদস্যরা।
টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, দুর্বৃত্তরা সাউন্ড গ্রেনেডটের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আশপাশে থেকে তার সাদৃশ্য পেয়েছে পুলিশ।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তাছাড়া
গাজীপুরের টঙ্গীতে পেট্রলবোমা ও পেট্রলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-ফেনীর সোনাগাজী থানার সোনাপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুর রহিম ওরফে শরীফ (২৫) ও রাজধানীর তুরাগ থানার হরিরামপুর ভাটুলিয়া মহিলা মাদ্রাসা এলাকার সুমন মিয়ার ছেলে মবিন (২১)।
পুলিশ জানায়, টঙ্গীর মিলগেটের মুন্নু গেট এলাকায় মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশে এমটি টায়ার সেন্টারের সামনে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরার সময় দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি পেট্রলবোমা ও একটি বোতলে রাখা পেট্রল উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ বলেন, ১৭ নভেম্বর শেখ হাসিনার বিচারের রায়কে সামনে রেখে যেকোনো নাশকতা ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করছিল তারা। তাদের আটক করে মামলা দায়ের শেষে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



