গাজার তিনটি স্কুলে ইসরায়েলি হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩

গাজার তিনটি স্কুলে ইসরায়েলি হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩

সূত্র জানিয়েছে, অন্য চার ব্যক্তি নিহত হয়েছেন ফাহাদ স্কুলে হামলার ঘটনায়। তুহফা এলাকায় অবস্থিত এই স্কুলটিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হতো।

তুহফা এলাকায় হামলার শিকার অপর স্কুলটির নাম শাবান আলরাইয়েস স্কুল। তবে সেখানে কতজন লোক হতাহত হয়েছেন তাৎক্ষণিক তা জানা যায়নি।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে। তবে তারা এটা স্পষ্ট করেনি যে, এই স্কুলগুলোর সঙ্গে ওই হামলার সম্পর্ক কী।

Explore More Districts