গাজার একাধিক স্কুলে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত ৩৩ – DesheBideshe

গাজার একাধিক স্কুলে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত ৩৩ – DesheBideshe



গাজার একাধিক স্কুলে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত ৩৩ – DesheBideshe

জেরুজালেম, ০৪ এপ্রিল – গাজার তুহফা এলাকায় তিনটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন, জানায় স্থানীয় কর্মকর্তারা। হামলাগুলো বৃহস্পতিবার ঘটেছে বলে জানা গেছে।

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এটি ছিল একটি আশ্রয়কেন্দ্র। স্কুলটিতে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

আরও চারজন নিহত হন ফাহাদ স্কুলে হামলার ঘটনায়। এই স্কুলটি তুহফা এলাকায় অবস্থিত এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

তুহফা এলাকায় হামলার শিকার আরেকটি স্কুল ছিল শাবান আলরাইয়েস স্কুল। তবে ওই স্কুলে কতজন হতাহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে, তবে তারা স্পষ্ট করেনি যে, এই স্কুলগুলোর সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক ছিল কি না।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৪ এপ্রিল ২০২৫



Explore More Districts