গাজায় গণহত্যার প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ – News Tangail

গাজায় গণহত্যার প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ – News Tangail

ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধি: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল বিক্ষোভ করেছে সাধারণ জনগণ।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় ঘাটাইল উপজেলার বিজয় ৭১ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিজয় ৭১ চত্বর থেকে শুরু হয়ে ঘাটাইল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আশরাফ বিন সাঈদ, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন, সামিউল ইসলাম প্রান্ত, শাহনুর ইসলাম সাজ্জাদ, তানভীর, লিয়াফ প্রান্ত, সৌমিক আকন্দ, রিজাউল রুদ্র, হাসনাত, রিদুয়ান ইসলাম প্রমুখ।

এ সময় তারা বলেন ইসরায়েল যেভাবে নিরীহ নারী-শিশুকে নির্বিচারে গণহত্যা করছে তা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা জাতিসংঘ ওআইসি এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর কাছে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। সমাবেশ শেষে গাজায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts