গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত – DesheBideshe

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত – DesheBideshe



জেরুজালেম, ২৭ এপ্রিল – ইসরায়েলি বাহিনী বোমাহামলায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শনিবার অন্তত ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এরূপ পরিস্থিতিতে ফিলিস্তিনে পূর্ণ মাত্রার দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কেননা, সাহায্য সংস্থাগুলি ইসরায়েলের অবরোধের কারণে সহযোগিতা করতে পারছে না।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১০৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

এদিকে, হামাসের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছে। যুদ্ধবিরতির দাবিতে মধ্যস্থতাকারীদের সাথে আলাপ আলোচনা করার গুঞ্জনও রয়েছে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৭ এপ্রিল ২০২৫



Explore More Districts