Advertisement
চট্টগ্রামের বোয়ালখালীতে আম পাড়তে গাছে উঠে বেহুশ হয়ে যাওয়া সাহেদুল নামে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ ৮ মে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। সাহেদুল পশ্চিম সারোয়াতলী গ্রামের মৃত আবদুর নূরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মী মো. মোর্শেদ জানান, প্রায় ৩০ ফুট উঁচু একটি গাছে আম পাড়তে ওঠেন মো. সাহেদুল ইসলাম (২৮)। এর একপর্যায়ে সে আতঙ্কিত হয়ে গাছের ডালে আটকে পড়েন। তখন তিনি নিচে নামার চেষ্টা করেও ভয়ে পারছিলেন না। পরে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. এনামুল হক ভূঁইয়া বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে সাহেদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ভয়ে গাছে আটকে পড়ে এবং বেহুশ হয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দেবব্রত ভট্টাচার্য জানান, দুপুর দেড়টার দিকে অজ্ঞান অবস্থায় সাহেদুল নামের এক যুবককে হাসপাতালে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাকে পুরুষ ওয়ার্ডের ১৪ নাম্বার বেডে ভর্তি দিয়েছেন জরুরী বিভাগের চিকিৎসক। তিনি এখন সুস্থ আছেন।
এনইউএস/এসসি/এমজে