গাইবান্ধা পৌরসভার বানিয়ারজান এলাকার ভোগান্তিতে কয়েক’শ পরিবার
আবাসিক এলাকায় আবর্জনার ডাম্পিং ষ্টেশন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গাইবান্ধা পৌরসভার বানিয়ারজান এলাকার কয়েক’শ পরিবার। সার কারখানা গড়ার কথা বলে জায়গা নিয়ে জনবসতি এলাকায় স্থাপন করা হয়েছে ময়লার ভাগার। প্রতিনিয়ত মশা, মাছি এবং নানান রোগে নাজেহাল এলাকাবাসী।
গাইবান্ধা পৌরসভার ৭নং ওয়ার্ড। বানিয়ারজান এলাকায় ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশনের ফলে আশেপাশের বাড়িগুলোতে ময়লার দুর্গন্ধে জীবন ঝালাপালা। সঙ্গে রয়েছে মশা আর মাছির উপদ্রব।
মাছির উপদ্রবে দিনের বেলাও খাবার খেতে হচ্ছে মশারীর নিচে। দুর্গন্ধ ও জীবাণুর কারনে শিশুসহ সববয়সী মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়াসহ অনেক সংক্রমিত রোগে।
পাশের আলাই নদীর একাংশ এরইমধ্যে ভরাট হয়ে গেছে ময়লায়। দূষিত হচ্ছে এ নদীর পানি। ছড়াচ্ছে নানা প্রকার রোগ।
দুর্ভোগ ও দূর্গন্ধ দূর করতে প্রতিদিন জীবানুনাশক স্প্রে করা হবে, সেই সাথে ডাম্পিং স্টেশনটি স্থানান্তরের কথা জানালেন পৌর পিতা।
২০০৪ সালে প্রথম মাঝারী শহর প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ শুরু হলেও ২০০৯ সালে ষ্ট্রীপ ২ প্রকল্পের অর্থায়নে ডাম্পিং ষ্টেশনের কাজ শুরু হয়ে তা শেষ হয় ২০১০ সালে।
এ জাতীয় আরো খবর…