গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা লিখন সন্ত্রাসী হামলায় নিহত
ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ নেতা হত্যার মূল আসামী গ্রেফতার না হতে এবার গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিখন সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় জেলার সর্বস্তরের রাজনৈতিক সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমেছে।
এবার আম কিনতে গিয়ে দোকানির সাথে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে সংঙ্ঘবদ্ধ সন্ত্রাসী হামলায় গাইবান্ধায় সাবেক ছাত্রলীগের নেতা মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নিহত হয়েছেন। এর আগে গতকাল ৪ আগস্ট বুধবার সন্ধ্যার দিকে গাইবান্ধা পৌর শহরে জেলা বিএনপি অফিসের সামনে মারাত্বকভাবে হামলার শিকার হন লিখন।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আজ ৫ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর পৌর গোরস্থান জামে মসজিদে মরহুমের জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।
এ জাতীয় আরো খবর…