গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর আমৃত্যু কারাদন্ড
গাইবান্ধা মাদক মামলায় এক নারীকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। তবে এ মামলায় ওই নারীর স্বামীকে খালাস দেয়া হয়েছে। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। এ সময় আসামি মল্লিকা বেগম আদালতে উপস্থিত ছিলেন।
সাজা পাওয়া আসামির মল্লিকা বেগম, উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খলসি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
এবিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স তিনি জানান, মল্লিকা বেগম ও তার স্বামী আইয়ুব আলী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গত ২০১৮ সালের ১৪ জানুয়ারি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় মল্লিকার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৩৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা হয়। মামলায় ওই দম্পতিকে গ্রেফতার দেখানো হয়। এ মামলার তদন্ত শেষে মল্লিকা ও আইয়ুবের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র জমা দেয় পুলিশ। আদালতে এ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেয়। শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।রীকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। তবে এ মামলায় ওই নারীর স্বামীকে খালাস দেয়া হয়েছে। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
এ জাতীয় আরো খবর…