গাইবান্ধায় বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী পালিত

গাইবান্ধায় বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী পালিত

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক এর প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ শীর্ষক এক আলোচনা সভা আজ গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোছা: নার্গিস আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সৈয়দ শামউল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মতবুবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, উপজেলা নির্বাহী অফিসার মো: রাফিউল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছা: মাহামুদা বেগম পারুল, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, প্রেস ক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, যুগ্মসম্পাদক আবেদুর রহমান স্বপন সহ জেলা উপজেলা কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সহ ১৫ই আগষ্টের সকল শহীদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং গাইবান্ধা জেলার ৭টি উপজেলার দরিদ্র, অসহায়, স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ৪৯ জনকে সেলাই মেশিন ও ৩০জনকে নগদ অর্থ অসহায়তা প্রদান করা হয়।

Explore More Districts