গাইবান্ধার কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির ছয়টি তক্ষক উদ্ধার ও ৪জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

গাইবান্ধার কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির ছয়টি তক্ষক উদ্ধার ও ৪জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

গাইবান্ধার পলাশবাড়ী থেকে কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির ছয়টি তক্ষক উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। এসময় ৪জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প টিম।

গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ীর বিশ্রামগাছী গ্রাম থেকে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ওই ছয়টি তক্ষক উদ্ধার করা হয়। এসময় জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, শাহজাহান (৪০), ওসমানগণি (৪০), জাকির হোসেন (২৬), ও সাহাবুল (৩৫)। তারা গাইবান্ধা জেলার বাসিন্দা। সেসময় তাদের ৬-৭জন সহযোগী পালিয়ে যায়। এ বিষয়ে একটি প্রেস বিফিং করবে বলে জানা গেছে।

Explore More Districts