মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে বালি বোঝাই ট্রলির ধাক্কাই এক শিশু নিহত ও অপর এক শিশু মারাত্মক আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর বারোটার দিকে ভরাট- তেলাইল গ্রামের সড়কে সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের অদুরে চেয়ারম্যান শহিদুল বিশ্বাসের গরুর ফার্মের নিকটে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় রুমি (৩) ও তার ছোট বোন সুমি (২) মারত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শিশু রুমি(৩) কে মৃত ঘোষনা করেন। অপর শিশু সুমিকে কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজে রেফার্ড করেন। স্থানীয় সুত্রে জানা যায়, ভরাট গ্রাম থেকে শিশুদের মা ঐ গ্রামের ভ্যান চালক ফয়সালের স্ত্রী হাসিনা খাতুন গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্দেশ্যে পাখি ভ্যানে করে আসছিলেন। পথের মধ্যে তেরাইল গ্রামের শহিদুল ইসলামের গরুর ফার্মের নিকট পৌছলে অবৈধ যান (শ্যালো ইঞ্জিন চালিত) বালি বোঝাই ট্রলি ঐ পাখি ভ্যানকে ধাক্কা দিলে তারা সকলে পড়ে যায়। এতে দুই শিশু মারাত্মক আহত হয়। স্থানীয়রা দ্রুত গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রুমিকে মৃত ঘোষনা করেন ও অপর শিশুটির ডান পা ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শিশু রুমির মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। এদিকে ঘাতক অবৈধ যান নিয়ে তার চালক গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
Share This Story, Choose Your Platform!