গাঁজাসহ দুই মাদককারবারি আটক

গাঁজাসহ দুই মাদককারবারি আটক

৪ মার্চ ২০২৪ সোমবার ৬:২৭:৫৮ অপরাহ্ন

Print this E-mail this


উজিরপুর(বরিশাল)প্রতিনিধিঃ

গাঁজাসহ দুই মাদককারবারি আটক

বরিশালের উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা।  

সোমবার (৪ মার্চ) সকালে উপজেলার ইচলাদী টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালানো করা হয়।

আটকরা হলেন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোস্তফা কাজীর ছেলে মেহেদী হাসান (৩০) ও তার সহযোগী মিলন রাড়ি।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদেব হাওলাদার জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, দুপুরে আটক দুজনকে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts