৪ মার্চ ২০২৪ সোমবার ৬:২৭:৫৮ অপরাহ্ন |
উজিরপুর(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা।
সোমবার (৪ মার্চ) সকালে উপজেলার ইচলাদী টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালানো করা হয়।
আটকরা হলেন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোস্তফা কাজীর ছেলে মেহেদী হাসান (৩০) ও তার সহযোগী মিলন রাড়ি।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদেব হাওলাদার জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, দুপুরে আটক দুজনকে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |