গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

২৭ October ২০২৫ Monday ৮:৪৭:১০ PM

Print this E-mail this


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে সাপের কামড়ে আবুল বশার হাং (৪০)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে নিজ গরুর জন্য ঘাস আনতে গিয়ে তিনি সাপের কামড়ে আক্রান্ত হন। নিহত আবুল বশার ওই এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে ঘাস কাটার সময় বিষধর সাপ কামড়ালে তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি এবং দীর্ঘ সময় কাজ চালিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা পাশের ইউনিয়নের এক কবিরাজকে ডাকেন। কবিরাজ তিন দফা ঝাড়ফুঁক (ডোর) দেন, কিন্তু বাঁধন খোলার পরপরই আবুল বশার অচেতন হয়ে পড়েন।

পরিস্থিতি গুরুতর হলে তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ নাইমুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নোমান পারভেজ বলেন, “সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে আসা উচিত। বাংলাদেশে প্রায় ৯৫ শতাংশ সাপ বিষহীন হলেও বাকি ৫ শতাংশ সাপ মারাত্মক বিষাক্ত। সময়মতো হাসপাতালে এলে এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে রোগীর জীবন বাঁচানো সম্ভব। দুর্ভাগ্যজনকভাবে অনেকেই কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করেন, যা প্রাণঘাতী হতে পারে।”

তিনি আরও জানান, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম মজুদ রয়েছে।

নিহত কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts