গর্ভবতী স্ত্রীকে হত্যা, ২৩ বছর পর স্বামীর ফাঁসির আদেশ

গর্ভবতী স্ত্রীকে হত্যা, ২৩ বছর পর স্বামীর ফাঁসির আদেশ

৩০ June ২০২৫ Monday ৯:৩০:১৫ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

গর্ভবতী স্ত্রীকে হত্যা, ২৩ বছর পর স্বামীর ফাঁসির আদেশ

বরগুনায় যৌতুক না পেয়ে গর্ভবতী স্ত্রীকে হত্যার ২৩ বছর পর স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন- বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের আঃ আজিজ হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মোসলেম উদ্দিনের মেয়ে জাহানারার সঙ্গে বিয়ে হয় বামনার উত্তর কাকচিড়া গ্রামের কামাল হোসেনের সঙ্গে। ২০০৩ সালে অক্টোবরে জাহানারা ছয় মাসের সন্তানসম্ভবা থাকা অবস্থায় কামাল শ্বশুর বাড়িতে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ টাকা না পেয়ে কামাল তার সন্তানসম্ভবা স্ত্রীকে মারধর করেন। এতে মারা যান জাহানারা।

পরে এ ঘটনায় ২০০৩ সকালে ২২ অক্টোবর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা দায়ের করেন জাহানারার বাবা মোসলেম উদ্দিন।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউট রনজুয়ারা সিপু বলেন, বাদি ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে ৮ জন আসামি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। রাষ্ট্রে পক্ষ আন্তরিক হলে ২৩ বছর পর এ মামলার রায় হতো না। বাদি এ রায়ে সন্তুষ্ট হয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts