গরুর হাটে চাঁদা দাবি করে গ্ৰেফতার চারজন

গরুর হাটে চাঁদা দাবি করে গ্ৰেফতার চারজন

৫ June ২০২৫ Thursday ৬:৪৮:৫৩ PM

Print this E-mail this


গরুর হাটে চাঁদা দাবি করে গ্ৰেফতার চারজন

বরিশালের আগৈলঝাড়ায় অস্থায়ী একটি গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গ্রেফতাররা হলেন আগৈলঝাড়ার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজভি বখতিয়ার, সাইফুল ইসলামের ছেলে শাওন বখতিয়ার, মৃত জাকির হোসেনের ছেলে অপু বখতিয়ার ও মৃত জমির উদ্দিনের ছেলে শফিক বখতিয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান।

হাট সংশ্লিষ্ট ও পুলিশ সূত্র জানায়, উপজেলার পূর্ব পয়সা এলাকার একটি অস্থায়ী গরুর হাটে বুধবার রাতে প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করেন কয়েকজন। চাঁদা না দেওয়ায় হাটের লোকজনকে মারধর করেন। এ ঘটনায় হাটের ইজারাদারের নিয়োগ করা প্রতিনিধি চাঁদত্রিশিরা গ্রামের মাসুদ বখতিয়ার বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান।

ওসি বলেন, গ্রেফতার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। বাকেদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts