বৈশাখের শেষে এসে আরেক দফা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদ আর প্রচণ্ড গরমে রাস্তাঘাটে চলাচলকারীদের হাঁসফাঁস অবস্থা। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। দুপুরের কড়া রোদ থেকে স্বস্তির আশায় কেউ ভিড় করছেন ফুটপাতের নলকূপে। কেউ পান করছেন ঠান্ডা পানি। রোদের হাত থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করছেন ছাতা। ছবিতে গরমে হাঁসফাঁস জনজীবনের কিছু মুহূর্ত:
