গভীর স্থল নিম্নচাপের কারনে উপকূলে বৃষ্টিপাত, বন্দর সমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত

গভীর স্থল নিম্নচাপের কারনে উপকূলে বৃষ্টিপাত, বন্দর সমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত

১৪ September ২০২৪ Saturday ৬:২৭:৪২ PM

Print this E-mail this


গভীর স্থল নিম্নচাপের কারনে উপকূলে বৃষ্টিপাত, বন্দর সমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত

সৈয়দ রাসেল, কলাপাড়া.গভীর স্থল নিম্নচাপের কারনে পটুয়াখালীর কলাপাড়ায় গত তিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। এদিকে গভীর স্থল নিম্নচাপের কারনে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা এবং বাতাসের তীব্রতাও অনেকটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, জেলেরা কিছু নিরাপদ আশ্রয় নিয়েছে, বাকিরা আসতেছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল সিটি করপোরেশন

জুলুম করে ক্ষমতায় থাকার পরিণতি সবাই দেখেছে: সেলিমা রহমান

আমুর দুই সহকারীসহ ৯৩ জনের নামে মামলা 

বরিশালে ২৪ ঘণ্টায় ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরজুড়ে জলাবদ্ধতা

 বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক

Explore More Districts