রাজবাড়ী বার্তা ডট কম :
গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের জেএসবি ইট ভাটা এলাকায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাতি করার নানা রকম সরঞ্জাম উদ্ধার করার পাশাপাশি পুলিশ গ্রেপ্তার ৩ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১টার দিকে।
এ ঘটনায় সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহাবুবুর রহমান বাদী হয়ে শনিবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলো, রাজবাড়ীর পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গা নিভা গ্রামের সমেশ মন্ডলের ছেলে মোঃ জাহাঙ্গীর মন্ডল (২৬), এই উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ মাসুম শেশ (২৫), একই উপজেলার চৈতা গ্রামের সালাম মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩০)।
ওই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাকু, কাটার, নাইলনের রশিসহ নানা ধরণে সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ মামলার বাদী এসআই মাহাবুবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।