গণিত ইশকুল | সুডোকুর বিভিন্ন ধরন-২

গণিত ইশকুল | সুডোকুর বিভিন্ন ধরন-২

আগের পর্বে আমরা বেশ কয়েক ধরনের সুডোকু নিয়ে আলোচনা করেছি। এই পর্বের নাম থেকেই হয়ত আন্দাজ করে নেয়া যায় যে এই পর্বেও সুডোকুর আরও কয়েকটি ধরন নিয়ে আলোচনা থাকবে।
প্রথমেই যে ধরনের সুডোকু নিয়ে আলোচনা থাকবে, সেটি হলো জোড়–বিজোড় সুডোকু (Even-Odd Sudoku)। এটির গঠন প্রায় সাধারণ ৯×৯ সুডোকুর মতোই। শুধুমাত্র একটি পার্থক্য। ধারণা করে নিচ্ছি, নাম দেখে পাঠক তা আন্দাজ করতে পারবেন।

Explore More Districts