গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত ও বিচার দাবি

গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত ও বিচার দাবি

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম এ সময় ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আমরা এখন যারা আছি তারা ঢাকা শহরে নতুন। এমন কিছু করা যাবে না, যাতে আমরা দুর্বল হই, রাষ্ট্র দুর্বল হয়।’ তিনি বলেন, ‘আপনাদের দাবিগুলো আমরা শুনেছি। আজ যেহেতু শুক্রবার, ঊর্ধ্বতন কর্মকর্তারা সেভাবে পুলিশ সদর দপ্তরে নেই। আগামীকাল আইজিপির কাছে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’

পুলিশের এই কর্মকর্তার বক্তব্যের পর পাঁচ দফা দাবি তুলে ধরে তা পূরণে আগামীকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ‘যদি আগামীকাল সন্ধ্যা ৭টার মধ্যে এ বিষয়ে আমাদের জানানো না হয়, তাহলে কোনো কর্মসূচি ঘোষণা না দিয়ে আমরা পুলিশ সদর দপ্তরের বারান্দায় অবস্থান নেব।’

Explore More Districts