গণঅভ্যুত্থানে শহীদ মুফতি শিহাবের লাশ তুলতে দেয়নি পরিবার

গণঅভ্যুত্থানে শহীদ মুফতি শিহাবের লাশ তুলতে দেয়নি পরিবার

১১ September ২০২৫ Thursday ৯:৫৩:১৯ PM

Print this E-mail this


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

গণঅভ্যুত্থানে শহীদ মুফতি শিহাবের লাশ তুলতে দেয়নি পরিবার

জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ ভোলার লালমোহনের মুফতি শিহাবের লাশ কবর থেকে তুলতে দেয়নি তার পরিবার। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে সিআইডি ও পুলিশের যৌথ টিম আদালতের নির্দেশে লালমোহন আসেন। দুপুর ১টার দিকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজসহ লাশ উত্তোলন করতে যান। এ সময় শহীদ শিহাবের বাবা খলিল রদ্দি ও ভাইয়েরা লাশ উত্তোলন করতে দেননি। 

শহীদ শিহাব উদ্দিন লালমোহন কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লেজ ছকিনা গ্রামের রদ্দি বাড়ির ছেলে। তিনি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সাবেক কর্মকর্তা। এছাড়া তিনি যাত্রাবাড়ির একটি মসজিদের খাদেমও ছিলেন। চব্বিশের ১৯ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় গুলিতে শহীদ হন শিহাব উদ্দিন। 

শিহাবের বাবা খলিল রদ্দি জানান, মৃত্যুর পর কবর থেকে লাশ উঠানোর নিয়ম ইসলামে নেই। তাই তারা লাশ উঠাতে আগ্রহী নন। তাছাড়া পরিবার থেকে কেউ মামলাও করেনি। তার বন্ধু পরিচয়ে একজন এ মামলা করেছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ হোসেন জানান, জুলাই-আগস্টের ঘটনায় শিহাবের পক্ষ হয়ে রফিক পাটোয়ারী নামে একজন মামলা করেছে। তার বাড়ি চাঁদপুর। মামলার পর আদালত থেকে লাশ উত্তোলন করার আদেশ দেওয়া হয়। আদেশের কপি নিয়ে তারা বৃহস্পতিবার লালমোহন আসেন। ম্যাজিস্ট্রেট নিয়ে লাশ উত্তোলন করতে গেলে পরিবার আপত্তি জানায়। যার কারণে তারা ফেরত যাচ্ছেন।

ইউএনও মো. শাহ আজিজ জানান, আদালত থেকে জেলা ম্যাজিস্টেটের কাছে লাশ উত্তোলনের জন্য নির্দেশ আসে। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তিনি লাশ উত্তোলন করতে যান। পরিবার আপত্তি জানানোর কারণে লাশ উত্তোলন করা হয়নি। এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts