গজারিয়া হোসেনন্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

গজারিয়া হোসেনন্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

আক্তার হোসেনমোহাম্মদ সেলিম ও সাগর মাহমুদ:

গজারিয়া উপজেলার আলোচিত ইউনিয়ন হচ্ছে হোসেন্দি ইউনিয়ন। সেখানে এবারের ইউপি নির্বাচনে চার প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। তবে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যেই মুলত ভোটের লড়াই হওয়ার

সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা মনে করছেন। বর্তমানে এখানে ভোটের হাওয়ায় থমথমে ভাব বিরাজ করছে বলে চেয়ারম্যান প্রার্থীরা অভিমত প্রকাশ করেছেন।

হোসেন্দি ইউনিয়নে এবার চার প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হচ্ছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মনিরুল হক মিঠু। তিনি এখানে বর্তমানেও ইউপি চেয়ারম্যান। অপর তিনজন চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র। তাদের মধ্যে দুইজন গতবারের নির্বাচনেও প্রার্থী হয়ে ছিলেন।

কিন্তু জয়লাভ করতে পারেননি। এবারের নির্বাচনে তারা অংশ নিয়েছেন। তারমধ্যে একজন হচ্ছেন হচ্ছেন হাজি মোঃ আক্তার হোসেন। তার প্রতীক হচ্ছে মোটর সাইকেল। অন্যজন হচ্ছে আব্দুল মতিন মন্টু। তার প্রতীক হচ্ছে আনারস। তিনি ইতোপূর্বে এখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আরেকজন হচ্ছে মমিন আলী। তার প্রতীক হচ্ছে অটোরিক্সা। এবারের নির্বাচনে মিঠু ও আক্তারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

হোসেন্দি ইউনিয়নে ইতোপূর্বে পাঁচজন ব্যক্তির খুনের ঘটনা ঘটেছে। এছাড়া অতিসম্প্রতি ইস্মানিরচরে একজনকে হাঁতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সেই মামলার আসামীরা কেউ কেউ জামিনে বের হয়ে এসেছেন। তারা একজন প্রার্থীর পক্ষে ভোটের এলাকায় বহিরাগতদের নিয়ে চলাচল করছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়টি এবারের নির্বাচনে সুষ্ঠু হলে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা মনে করছেন। আর এ বিষয়টিকে কেন্দ্র করে এখানে বর্তমানে ভোটার হাওয়ায় থমথমে ভাব বিরাজ করছে। একটি পরিবারের প্রভাবে হোসেন্দিতে ফাইভ মার্ডারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ চাউর হচ্ছে।

এসব ঘটনায় এখনকার ভোটাররা সহসা মুখ খুলছেন না ভোট প্রসঙ্গে। মিঠুর বাড়ি হচ্ছে ভবানিপুরে। এটি হচ্ছে মধ্যে এলাকায়। হোসেন্দি সেতুর উত্তরে প্রধান বাজার ও জামালদিতে ভোটের প্রচার প্রচারণায় আক্তারের মোটর সাইকেল সমর্থকরা তেমনটা যান না বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। হোসেন্দি সেতুর দিকে দক্ষিণে বাড়ি হচ্ছে আক্তারের।

এলাকার মধ্যে আক্তারের সমর্থকারা ভোট প্রচার প্রচারণায় সীমাবদ্ধ রেখেছেন। এদিকে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসন ব্যাপকভাবে তৎপর রয়েছে। এ ইউনিয়নটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে। এখানে অধিকাংশ জায়গায় ইতোমধ্যে ভারি শিল্পকারখানা গড়ে উঠেছে।

Explore More Districts