গজারিয়া ইউপি’কে আধুনিক ইউনিয়ন বিনির্মানের স্বপ্নদ্রষ্টা হাবিবুর রহমান হবি
নির্বাচনের ধুম গ্রামের মানুষের মনকে উতলা করেছে। জনগণের প্রিয় ব্যক্তিকে নির্বাচিত করার দেরি যেন সয়না।
আসন্ন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ৪ নং গজারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এলাকার উদীয়মান তরুণ জনতার মুখপাত্র হাবিবুর রহমান হবি।
৯ টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত গজারিয়া ইউনিয়নের থমকে থাকা উন্নয়নকে ত্বরান্বিত করতে হাবিবুর রহমান হবি’র আনারস প্রতীকের বিকল্প নেই, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।
এক বিশেষ বিবৃতিতে, চেয়ারম্যান প্রার্থী হবি জানান, বিগত দিনগুলোতে আমি জনগণের পাশে থেকে সবসময় কাজ করেছি।তাদের সম্মতিক্রমে আমি ইউনিয়নকে রোল মডেল করতে দৃঢ় পরিকল্পনা গ্রহণ করেছি। দারিদ্র্য মুক্ত,দুর্নীতি মুক্ত,ভিক্ষাবৃত্তি মুক্ত,বৃদ্ধাশ্রম নির্মাণ,মাদক মুক্তসহ সার্বিক উন্নয়নকল্পে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
আমি আশাবাদী জনগণ আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন।
এলাকাবাসীর মধ্যে আঃ কুদ্দুস জানান, হামার নদী এলাকার মাইনসের ম্যালা কষ্ট বাবা। বিপদে আপদে হামরা হবি বাবাক পাই। সবাই এবার হামরা আনারসত ভোট দেমো।
এ জাতীয় আরো খবর…