মোহাম্মদ সেলিম,
গতকাল বুধবার গভীর রাতে র্যাব-১১ অভিযান চালায় মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। সেখান থেকে ২১ কেজি গাঁজাসহ একজনকে র্যাব-১১ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হচ্ছে মোঃ কামরুল হাসান বিশ^াস (২৬)। সে ঝালকাঠির নলসিটি উপজেলার রাজনগর এলাকার মোঃ মিজানুর রহমান বিশ^াসের ছেলে। সে এখানে ছদ্মবেশে মাদক ব্যবসা পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ তাকে গ্রেফতারে সক্ষম হয়।
র্যাবের অভিযানে তাকে হাতেনাতে গাঁজাসহ গেস্খফতার করে। সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী বাসের সাধারণ যাত্রী সেজে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।