গঙ্গাচড়ায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২ অক্টোবর) মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গঙ্গাচড়া বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ, নিলুফা ইয়াসমিন, গ্রুপ সমন্বয়কারী আখেরুজ্জামান মিলন, সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, আব্দুল আখের মিঞা, প্রমোদ চন্দ্র রায়, রাহেনা বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সামসুদ্দিন। শেষে একটি র্যলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।