“খোলা তেল বিক্রি বন্ধ না হলে হাইকোর্টে রিট করবে ক্যাব” — খুলনা বিভাগীয় প্রশিক্ষণে এ এইচ এম শফিকুজ্জামান

“খোলা তেল বিক্রি বন্ধ না হলে হাইকোর্টে রিট করবে ক্যাব” — খুলনা বিভাগীয় প্রশিক্ষণে এ এইচ এম শফিকুজ্জামান

“খোলা তেল বিক্রি বন্ধ না হলে হাইকোর্টে রিট করবে ক্যাব” — খুলনা বিভাগীয় প্রশিক্ষণে এ এইচ এম শফিকুজ্জামান

নড়াইলকণ্ঠ: রোববার (০৩ নভেম্বর) সকাল ১১টায় খুলনা সার্কিট হাউস কনফারেন্স রুমে ‘খাদ্য fortification ও ভোক্তা অধিকার সচেতনতা’ বিষয়ক বিভাগীয় পর্যায়ের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ফুড ফরটিফিকেশন বিষয়ে তথ্যভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাশার চৌধুরী। উপস্থাপনাটি শেষে অংশগ্রহণকারীরা নানা মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ক্যাবের সদস্য ফিরোজ শাহ্, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীজ প্রত্যয়ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ক্যাবের খুলনা বিভাগের ১০ জেলা কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী প্রতিনিধিরা। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা খাদ্য fortification -এর গুরুত্ব, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, এবং ভোক্তা অধিকার রক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

শেষে ক্যাব কেন্দ্রীয় সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বিভিন্ন জেলার ক্যাব সদস্যদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বলেন, “ক্যাব শুধু বাজার মনিটরিং করে না—এটা কাজের একটি ক্ষুদ্র অংশ মাত্র; আমাদের লক্ষ্য হচ্ছে সার্বিকভাবে ভোক্তার অধিকার প্রতিষ্ঠা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।” 
 

Explore More Districts