খেলার দুনিয়ায় যত বিলিয়নিয়ার

খেলার দুনিয়ায় যত বিলিয়নিয়ার

খেলোয়াড়দের বাইরে ক্রীড়াজগতের সঙ্গে সংশ্লিষ্টরাও জায়গা করে নিয়েছেন সবচেয়ে ধনীদের এ তালিকায়। এর মধ্যে রয়েছেন ফুটবল ক্লাব, বাস্কেটবল ফ্র্যাঞ্চাইজি এবং আমেরিকান ফুটবল ফ্র্যাঞ্চাইজির মালিক। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দুজন ক্লাবের মালিক।

ক্যারিয়ার শেষের আগেই ইতিহাসের প্রথম দুই ক্রীড়াবিদ হিসেবে ফোর্বসের বিলিয়নিয়ার স্বীকৃতি পেলেন উডস ও জেমস। দুজনেই খেলাধুলা থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেন। খেলার বাইরেও তাঁরা ব্যবসার সঙ্গে জড়িত। ফেনওয়ে স্পোর্টস গ্রুপের অংশ হিসেবে লেব্রন জেমসের একটি কনটেন্ট নির্মাণ প্রতিষ্ঠান আছে। এমএলবিতে বোস্টন রেড সক্স ও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের অন্যতম মালিক বহুমুখী এই প্রতিষ্ঠান।

Explore More Districts