চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণিষ্ঠ প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্মরনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি ছাত্র সংসদের সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা সংস্কৃতির মাধ্যমে সমাজের অসংগতি দূর করা যায়। তার প্রতিটি এলাকায় যুব সমাজকে সঠিক ধারায় এগিয়ে নিতে খেলাধুলার আয়োজন করতে হবে। বিশেষ করে খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকান্ডে সারাদেশের মধ্যে কচুয়া ও মতলবের মানুষের একটি বিশেষ পরিচিতি রয়েছে।
বিশিষ্ট সমাজসেবক মো. ফখরুল মিয়াজীর সভাপতিত্বে ও নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুব হোসেন বৈদ্য’র পরিচালনায় এ টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিন থানার ওসি সো. সালেহ আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক আলম মৃধা, কচুয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পদাক শাহীন পাটোয়ারীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতলব দক্ষিন ও নারায়নপুর একালার মধ্যে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন এলাকার খেলাপ্রেমিরা হাজার হাজার দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২১ ফেব্রুয়ারি ২০২৫