খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা চাই: এসপি

খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা চাই: এসপি

চাঁদপুরের কচুয়ায় দ্বিতীয় ইউএনও ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠি হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা পৌরসভা বনাম বিতারা ইউনিয়ন পরিষদ একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়।

৯০ মিনিট খেলায় বিতারা ইউনিয়ন পরিষদকে ১-০ শূন্য গোলে হারিয়ে কচুয়া পৌরসভায় চ্যাম্পিয়ন অর্জন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আবু নাছিরের সঞ্চলনায় খেলার মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহাসীন উদ্দিন। এ সময় তিনি বলেন,আমরা প্রায়ই সময় দেখেছি যে,এই ধরনের ফুটবল খেলাধুলাতে মারামারি হয়। এই কারনে যারা এই খেলাটির উদ্যোক্তা ছিলো তারা মনেপ্রাণে জুড়ে খেলাটি পরিচালনা করে ছিলো। আমার খুব ভালো লেগেছে, ১৬টি টিম নিয়ে একটি সুন্দর টুর্ণামেন্টর আয়োজন করেছে। এটা শুধু প্রশাসন,পুলিশসহ খেলোয়াড়দের পক্ষে সম্ভব ছিলো না, সকলের আন্তরিক সহযোগীতায় সুন্দর একটি টুর্ণামেন্ট উপহার দিয়েছেন। দু’টি দলেই ভালো খেলেছে। পৌরসভা বিজয়ী হয়েছে,সঠিক সময়ে পৌরসভা গোল করে বিজয়ী হয়েছে। তরুণ সমাজ এইদিক সেদিক ভুল কাজ করে। সময়টা পার হয়ে গেলে তুমি সঠিক জায়গায় যেতে পারবে না। সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। সময়টা যখন হেলায় পার হয়ে যাবে,সে সময়টা আর পাবে না। প্রত্যেককে এই বিষয়টি জীবনের ক্ষেত্রে মনে করে রাখবে। এই সুন্দর টুর্ণামেন্টের আয়োজক কারী বিশেষ করে দর্শকদের ধন্যবাদ জানাই। বিজয়ী দল পৌরসভাকে অভিনন্দন ও রানার আপ বিতারা ইউনিয়নকে ও অভিনন্দন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব পিপিএম,এসময় তিনি বলেন,আজকে যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়ে গেছে,এটা যেনো এখানে শেষ না হয়। প্রতিটি ইউনিয়ন,প্রত্যেক স্টুডেন্ট এই ধরনের খেলা অব্যাহত রাখতে হবে। খেলার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ,মাদক মুক্ত পরিবার,মাদক মুক্ত কচুয়া উপজেলা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজিজুল ইসলাম,কচুয়া কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম ও পৌর নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম ।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি মো.খায়রুল আবেদীন স্বপন,উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, কচুয়া উত্তর কচুয়া বিএনপি সাধারন সম্পাদক মো.ইউসুফ মিয়াজী,উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মো.আবু তাহের মেছবাহ,উপজেলা বিএনপি যুগ্ম-সাধারন সম্পাদক সারফিন হোসাইন,মাহবুব আলম মৃধা,কচুয়া পৌর বিএনপি সভাপতি মো,বিল্লাল হোসেন মজুমদার,সাধারন সম্পাদক সেলিম পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, কচুয়া পৌর জামায়াতের আমির শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাহজুলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, খেলা দায়িত্ব থাকা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাফরুল ইসলাম, আবুল কালাম আজাদ,নাছির উদ্দিন নসু,জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কচুয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলার ফুটবল প্রেমিক হাজার হাজার দর্শকরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ নভেম্বর ২০২৫

Explore More Districts