খুলনার ভলান্টিয়ারদের জাতীয় স্বেচ্ছাসেবী পুরস্কার বিতরণ

খুলনার ভলান্টিয়ারদের জাতীয় স্বেচ্ছাসেবী পুরস্কার বিতরণ

খুলনার ভলান্টিয়ারদের জাতীয় স্বেচ্ছাসেবী পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিএসও স্বেচ্ছাসেবকদের অবদানকে মূল্যায়নের অংশ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেরা স্বেচ্ছাসেবকদের প্রতি বছরই পুরস্কার প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছরও ভিএসও বাংলাদেশ জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক পুরস্কার প্রদান করছে।

খুলনা বিভাগের ১০টি জেলা থেকে প্রায় অর্ধ শতাধিক প্রতিযোগীদের মধ্য থেকে জেলা পর্যায়ে মোট ১৭ জন এবং তাদের মধ্যে থেকে বিভাগীয় পর্যায়ে ৫ জন নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মেহেরপুর জেলার মো. মফিজুল হক (১ম) মানব পাচার প্রতিরোধ, যুব ফোরাম গঠন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে কাজ করছেন। নিশাত আরফিন রাহী (২য়) তিনি লিঙ্গ সমতা এবং সমতা নিয়ে কাজ করছেন। মো. সুজন হোসেন (৩য়) তিনি শিক্ষা, কৃষি, শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন।

চুয়াডাঙ্গা জেলার রাজু আহমেদ (১ম) কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস নিয়ে কাজ করছেন। রোসনি আকতার তামান্না (২য়) তিনি প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে কাজ করছেন। আসাদুজ্জামান লিমন (৩য়) তিনি সামাজিক নিরাপত্তা, শিক্ষা, বৃক্ষরোপণ নিয়ে কাজ করছেন।

যশোর জেলার নাজমুন নাহার (১ম) বনায়ন এবং পথশিশু এবং সুবিধাবঞ্চিত বেকার মহিলা উন্নয়ন নিয়ে কাজ করছেন। নড়াইল জেলা থেকে এমডি ফয়সাল সিকদার সেতু (১ম) যুব দক্ষতা উন্নয়ন সম্প্রদায় উন্নয়ন এবং শিক্ষা নিয়ে কাজ করছেন।

খুলনা জেলার ব্রততী রায় (১ম) পরিবেশগত অ্যাডভোকেসি এবং সচেতনতা, বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা নিয়ে কাজ করছেন। মোঃ নাজমুল হক জোহা (২য়) যুব দক্ষতা এবং ক্যারিয়ার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, রক্তদান নিয়ে কাজ করছেন। ইমরান জাহান আরাফাত (৩য়) তিনি প্রজনন স্বাস্থ্য পরিচর্যা এবং যুবদের ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা প্রতিশ্রুতি এবং মাতৃ সুরক্ষা নিয়ে কাজ করছেন।

বাগেরহাট জেলার মোঃ নাইম (১ম) অ্যাডভোকেসি এবং সেক্স এবং প্রজনন সচেতনতা, জলবায়ু পরিবর্তনের প্রশিক্ষণ ও আলোচনা নিয়ে কাজ করছেন। সাতক্ষীরা জেলার এস এম জান্নাতুল নাঈম (১ম) ক্লাইমেট অ্যাকশন (জলবায়ু পরিবর্তনের সচেতনতা, বৃক্ষরোপণ, সবুজ প্রযুক্তি) নিয়ে কাজ করছেন। মিস মোমোতাজ পারভিন (২য়) নারী ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণ, নিরাপদ খাদ্য এবং নিরাপদ পানীয় জল নিশ্চিতকরণ নিয়ে কাজ করছেন।

ইবনুল নাসিফ (৩য়) জলবায়ু কর্ম, শিক্ষা, শিশু অধিকার, কৃষি, এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছেন এবং ঝিনাইদহ জেলার মেহেদী হাসান (১ম) তিনি বৃক্ষরোপণ কর্মসূচি, আত্মহত্যা ও বাল্যবিবাহ, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ এবং বাস্তবায়ন, স্বেচ্ছায় রক্তদান বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে কাজ করছেন।

সোহানা (২য়) শিক্ষার্থী ও অভিভাবক, যুব ক্লাব গঠন, জনসচেতনতামূলক কার্যক্রম, ছাদে বাগান করা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছেন।

এর মধ্যে থেকে বিশেষ অবদানের ভিত্তিতে বিভাগীয় পর্যায়ে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন ব্রততী রায় (১ম), মোঃ নাজমুল হক জোহা (২য়), ফয়সাল সিকদার সেতু (৩য়), রাজু আহমেদ (৪র্থ) এবং ইমরান জাহান আরাফাত (৫ম)।

১৯ ডিসেম্বর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ (হল রুম) সোনাডাঙ্গা, খুলনা বিভাগের জাতীয় স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২৩ এর পুরস্কার প্রদান করা হয়। উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মাসুদা সুলতানা, ইসমাইল হোসেন, মোঃ মোস্তাক উদ্দিন, সাকেরা বানু, মাহমুদ হাসান, খবিরুল হক কামাল, এবং মোঃ শফিকুর রহমান।

উক্ত অনুষ্ঠানে ভিএসও বাংলাদেশ তথা উইথ ফোরাম খুলনা বিভাগের চূড়ান্ত কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতকোত্তর সমাপ্ত তরুণ ছাত্র মোঃ নাজমুল হক (জোহা)। মোট ১৯ সদস্যের এ কমিটিতে রয়েছেন ১০টি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী।

Explore More Districts