খুলনায় ২৮ জন সাংবাদিককে নিয়ে ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ শুরু

খুলনায় ২৮ জন সাংবাদিককে নিয়ে ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ শুরু



Post Views:
২৭

গুজব প্রতিরোধ ও সত্য তথ্য উপস্থাপনের জন্য সাংবাদিকদের ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ জরুরী। শুক্রবার খুলনার হোটেল গ্রান্ড প্ল্যাসিডে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্টচেকিং বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির প্রথমদিনে একথা বলেন প্রশিক্ষণার্থীরা। আর বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপ-ব্যবহার করে যেভাবে অনলাইনে গুজব ছড়ানোর ঝুঁকি বাড়ছে তাতে সবচেয়ে চ্যালেঞ্জে আছেন সাংবাদিকেরা।

দুইদিনের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৮ জন সাংবাদিক। তথ্যের সত্যতা যাচাই ও গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের হাতে-কলমে শেখানো হবে। পরে তারা নিজ জেলায় আরও দশজন করে সাংবাদিকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেবেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের কাজের মান আরও বাড়বে।

অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করেছে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ- সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts