খুনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

খুনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

খুনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

নরসিংদীতে খুনসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি অলিউল্লাহ অলি (৪২) কে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের জালাল উদ্দিন প্রকাশ জুনুর ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১০ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সাইদুর রহমান ও এএসআই নুরে আলম শেখ নরসিংদী স্টেডিয়ামের সামনে অভিযান চালিয়ে অলিউল্লাহ অলিকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে শিবপুর থানার মামলা নং-১২(৭)০৪, ধারা-৩৯৬ পেনাল কোড, শিবপুর থানার মামলা নং-৩০(৯)১১, ধারা-৩০২ এবং শিবপুর থানার মামলা নং-২৬(৭)১১, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড সহ পলাশ থানা এবং শিবপুর মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামী। সে ডাকাতদলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত অলিউল্লাহ অলি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত আসামি ডাকাতদলের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তার বিরুদ্ধে পলাশ ও শিবপুর মডেল থানায় খুন ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
#

Explore More Districts